ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ইজিবাইক চালকদের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
হবিগঞ্জে ইজিবাইক চালকদের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২০

হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের চৌধুরীবাজার এলাকায় স্ট্যান্ডের আধিপত্যকে ঘিরে ব্যাটারি চালিত ইজিবাইক চালকদের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। তখন সড়কে যান চলাচল ও দোকানপাট বন্ধ হয়ে যায়।  

স্থানীয়রা জানায়, চৌধুরী বাজার এলাকায় টমটম স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে চালকদের দুই গ্রুপের বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। একই কারণে বৃহস্পতিবার দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, আড়াই ঘণ্টা দুইপক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কমপক্ষ ২০ জন আহত হন। তখন ব্যবসায়ীর দোকানপাট বন্ধ রাখে।

হবিগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সামছুল হুদা বাংলানিউজকে জানান, পুলিশের সহযোগিতায় আমরা সংঘর্ষকারীদের শান্ত করার চেষ্টা চালাচ্ছি। আড়াই ঘণ্টা ধরে সংঘর্ষের পর পরিস্থতি অনেকটা নিয়ন্ত্রণে আসে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, ঘটনাস্থলে পুলিশ আছে। কি নিয়ে এ সংঘর্ষ হয়েছে এবং কাদের নেতৃত্বে হয়েছে তা এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।