ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
খুলনায় প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ খুলনায় প্রাইভেটকার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

খুলনা: খুলনায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে খুলনা-সাতক্ষীরা মড়াসড়কের ডুমুরিয়ার টিপনা ভিলেজ সুপার মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ডুমুরিয়া উপজেলার ৫ নম্বর আটলিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর কুলবাড়ীয়া ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না বাংলানিউজকে বলেন, ‘খুলনা থেকে একটি প্রাইভেটকার চুকনগরের দিকে যাচ্ছিলো। আর মোটরসাইকেলটি খুলনার দিকে যাচ্ছিলো। টিপনা ভিলেজ সুপার মার্কেটের সামনে এসে মোটরসাইকেল চালক একটি বাসকে ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হন। অন্যদিকে, প্রাইভেটকার চালকও আহত হন। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দু’টি যানবাহনই দুমড়ে মুচড়ে গেছে। ’

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ইউপি সদস্য।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।