ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১২ ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
বরিশালে ১২ ফার্মেসিকে জরিমানা

ব‌রিশাল: বরিশালে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকায় ১২টি ফার্মেসি থেকে ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কাশীপুর, নথুল্লাবাদ ও বটতলা বাজার এলাকায় এ পৃথক অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজ এবং মো. আলী সুজার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

মো. আলী সুজার ভ্রাম্যমাণ আদালত নগরীর বটতলা ও নথুল্লাবাদ এলাকায় ৮টি ফার্মেসিতে অভিযান চালায়। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রি এবং রেজিস্টার্ড ফার্মাসিস্ট না থাকায় ৮ ফার্মেসি থেকে ৮৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অপরদিকে, নগরীর কাশীপুর এলাকায় একই অপরাধে ৪ ফার্মেসি থেকে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেন রোমানা আফরোজের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ১২ ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ জব্দ করে ধ্বংস করা হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।