ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে তা বলা সম্ভব নয়: দোরাইস্বামী 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
ট্যুরিস্ট ভিসা কবে চালু হবে তা বলা সম্ভব নয়: দোরাইস্বামী  ইস্ট-ওয়েস্ট মিডিয়ার কনফারেন্স রুমে বক্তব্য রাখছেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। বাঁ পাশে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর/ছবি: বাদল

ঢাকা: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী জানিয়েছেন, করোনা মহামারির কারণে ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। কবে নাগাদ এটা চালু হবে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইস্ট-ওয়েস্ট মিডিয়া হাউজ পরিদর্শনে এসে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

এসময় ইস্ট-ওয়েস্ট মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর।

ভারতীয় হাইকমিশনার বলেন, বিশ্বের মধ্যে ভারতের সবচেয়ে বড় ভিসা মার্কেট বাংলাদেশ। প্রতিদিন বাংলাদেশের সবগুলো ভারতীয় ভিসা সেন্টার থেকে ৯ হাজারেরও বেশি ভিসা দেওয়া হয়। গত বছর বাংলাদেশিদের ১৬ লাখ ভারতীয় ভিসা দেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রতিদিন আমার কাছে প্রশ্ন আসে, কবে নাগাদ ভারতের ট্যুরিস্ট ভিসা খুলবে। প্রতিদিন শত শত মানুষ আমার কাছে ফেসবুক, টুইটারে এই প্রশ্ন করেন। করোনা মহামারির কারণে ট্যুরিস্ট ভিসা বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ ট্যুরিস্ট ভিসা চালু হবে, এখনই দিনক্ষণ বলা সম্ভব নয়।  

‘ভিসা চালুর বিষয়টি আমার হাতে নেই। তবে এটা নিয়ে আমরা কাজ করছি। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ও কাজ করছে। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকলেও মেডিক্যাল ও বিজনেস ভিসা চালু রয়েছে। ’

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজটোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, বাংলানিউজটোয়েন্টিফোর.কম সম্পাদক জুয়েল মাজহার, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমান, নিউজটোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ প্রমুখ।

আরও পড়ুন>> ‘৫০ বছর পূর্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে’

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
টিআর/এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।