ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে গণধর্ষণ মামলার ৭ আসামি কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
লালপুরে গণধর্ষণ মামলার ৭ আসামি কারাগারে গণধর্ষণ মামলার ৭ আসামি কারাগারে

নাটোর: নাটোরের লালপুর উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের মামলায় ৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আসামিদের নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ হাজির করা হলে বিচারক সুলতান মাহমুদ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

আসামিরা হলেন, লালপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের মৃত আনার আলীর ছেলে রাশেদুল ইসলাম (৩৬), ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মৃত সফর সরদারের ছেলে আকমল সরদার (৪৫), ওয়ালিয়া আমিনপাড়া গ্রামের মৃত লালমিয়া সরকারের ছেলে রবিউল ইসলাম সরকার (৪৫), ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত লাল মোহাম্মদ রশিদ সরকারের ছেলে জিল্লুর রহমান (৪২), ওয়ালিয়া বাজার পাড়া গ্রামের সাদ্দাম হোসেনের ছেলে জীবন ইসলাম (২৫), ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মণ্ডলের ছেলে তরিকুল ইসলাম (৩৫) এবং বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রামের মৃত তৌফিক ফকিরের ছেলে রায়হান ফকির (৩৮)।

মামলার বরাত দিয়ে লালপুরের ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কৃষ্ণ মোহন সরকার বাংলানিউজকে বলেন, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকার এক নারী তার ছেলের বিয়ের জন্য ওয়ালিয়া ইউনিয়নের ফুলবাড়ী গ্রামে আসেন। পাত্রী দেখানোর কথা বলে কৌশলে তাকে ডেকে আনেন একই গ্রামের রাশেদুল ইসলাম। পরে রাশেদুলের সহযোগিতায় রাতে ওয়ালিয়া গ্রামের আমজাম তলা এলাকার নির্জন স্থানে ১৪ জন তাকে ধর্ষণ করেন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসি চারজনকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে নারীসহ তাদের ফাঁড়িতে নিয়ে আসেন। পরে ওই নারী বুধবার (১৮ নভেম্বর) বিকেলে মোট সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও সাতজনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ।  

তিনি আরও বলেন, বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিকটিমের ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।