ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মিলের মেশিনে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
মিলের মেশিনে পড়ে ২ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় অবস্থিত আকিজ ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রির একটি ময়দার কারখানায় মেশিনের মধ্যে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শ্রমিক হলেন- একরামপুর এলাকার কুদ্দুস গাজীর ছেলে মো. রাজু (২৬) ও একই এলাকার বাসিন্দা অন্তু ওরফে অন্তর (২২)।

বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র ঘোষ বলেন, ‘দুপুরে ময়দা প্যাকেটিং করার মেশিন পরিষ্কার করার সময় ভেতরে পড়ে যান রাজু ও অন্তু। এরপর মেশিনের পাইপ কেটে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ’

কারখানার শ্রমিকরা জানান, দুপুরে আকিজ ফ্লাওয়ার মিল ইন্ডাস্ট্রির তিন তলায় কাজ করতে গিয়ে রাজু ও অন্তু মেশিনের মধ্যে পড়ে যান। পরে মেশিনের পাইপ কেটে তাদের উদ্ধার করা হয়। বিকেলে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।