ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জ্বরে ঢাবি ছাত্রের মৃত্যু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
জ্বরে ঢাবি ছাত্রের মৃত্যু মোস্তাফিজুর রহমান তিতো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান তিতো মারা গেছেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনগত রাতে মাদারীপুরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মৃতের বন্ধু জাহিদ বাংলানিউজকে বলেন, আমরা ১৭ তারিখ দুপুরে একসঙ্গে খেয়েছি। আড্ডা দিয়েছি। পরে ওর জ্বর এলো, রাতে একটু বেশি হলে ওর মামাতো ভাইয়েরা মাদারীপুর বাসায় নিয়ে যান। মধ্যরাতে হাসপাতালে মারা যান। আজকে জুমার পর মাদারীপুর চৌরাস্তার মসজিদে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

স্যার এ এফ রহমান হলের এ শিক্ষার্থী ২১৫ নং রুমে থাকতেন। তার অপর বন্ধু সানোয়ারুল হক সনি বাংলানিউজকে বলেন, সে খুবই ভালো বন্ধু ছিল আমাদের। তার অকালে চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৭০৪ ঘণ্টা নভেম্বর ২০, ২০২০
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।