ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির প্রতিবাদে মানববন্ধন ছবি: শাকিল আহমেদ

ঢাকা: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে নদীতে ফেলার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল খালেক মিয়া, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, কাজী মফিজুল হক, সাংগঠনিক সম্পাদক নূরুল আমিন শাহীন ও ঢাকা মহানগর সভাপতি বেলাল শাহ।

মশিউর মালেক বলেন, ভাস্কর্য কোনো মূর্তি নয়, ভাস্কর্য যেকোনো দেশের ইতিহাস-ঐতিহ্যের প্রতীক। কিন্তু মৌলবাদীরা ভুলভাবে সেটা জাতির সামনে উপস্থাপন করছে। অবিলম্বে হুমকিদাতা মৌলবাদীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
টিএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।