ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্রমিকনেতা ফজলুল হকের মৃত্যুতে স্কপের শোক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
শ্রমিকনেতা ফজলুল হকের মৃত্যুতে স্কপের শোক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু

ঢাকা: শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়ক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্কপ নেতারা।

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শ্রমিকনেতা ফজলুল হক মন্টু।

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের যুগ্ম সমন্বয়কারী শ্রমিক নেতা শহিদুল্লাহ চৌধুরী, স্কপ নেতা মেজবাহ উদ্দিন আহমেদ, শাহ মো. জাফর, আনোয়ার হোসেন, ডা. ওয়াজেদুল ইসলাম খান, সাইফুজ্জামান বাদশা, কামরুল আহসান, রাজেকুজ্জামান রতন, হাবিব উল্লাহ, আ য ম খসরু, চৌধুরী আশিকুল আলম, নাইমুল আহসান জুয়েল, শামিম আরা, শাকিল আক্তার চৌধুরী, আহসান হাবিব বুলবুল, পুলক রঞ্জন ধর, নুরুল আমিনসহ স্কপের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক শোক বার্তায় ফজলুলু হক মন্টুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, করোনা মহামারিতে দেশের শ্রমিকরা যখন চরম কষ্টের মধ্যে জীবনযাপন করছেন সেই সময় ন্যায্য মজুরি, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা, আন্তর্জাতিক শ্রম মানদণ্ডের বাস্তবায়নসহ শ্রমিকদের বিভিন্ন দাবিতে উচ্চকিত করার বলিষ্ঠ কণ্ঠ ফজলুল হক মন্টুর আকস্মিক মৃত্যুতে দেশের শ্রমিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। বাংলাদেশের শ্রমিক আন্দোলন দীর্ঘদিনের এক বিশ্বস্ত-লড়াকু নেতাকে হারালো।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
আরকেআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।