ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাটুরিয়ায় নৌপথ পারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
পাটুরিয়ায় নৌপথ পারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন পাটুরিয়া ফেরিঘাট পয়েন্ট। ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: বিকল ফেরি আর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাপ বেশি থাকায় পাটুরিয়া ফেরিঘাট পয়েন্টে নৌপথ পারের অপেক্ষায় আটকে আছে ছয় শতাধিক যানবাহন।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাটুরিয়া ঘাট পয়েন্টে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারির এমন চিত্র।

 

দেখা যায়, দু’টি ট্রাক ট্রার্মিনালে তিন শতাধিক, ওজন স্কেলের মুখে এক শতাধিক এবং উথুলী সংযোগ মোড়ে আরও দেড় শতাধিক পণ্যবোঝাই ট্রাক পারের অপেক্ষায় আছে। এছাড়া যাত্রীবাহী পরিবহন রযেছে আরও শতাধিক। পাটুরিয়া ৩ নম্বর ফেরি ঘাটের তিনটি পকেটের মধ্যে একটিতে খান জাহান আলী ফেরি যান্ত্রিক ত্রুটি হওয়ায় ওই ঘাট পন্টুন দিয়ে সীমিত আকারে যানবাহন পারাপার করা হচ্ছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বাংলানিউজকে বলেন, পাটুরিয়া ঘাট পয়েন্টের অতিরিক্ত যানবাহনের চাপ কমাতে উথুলী সংযোগ মোড়ে কিছু পণ্যবোঝাই ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকার চাপ কমে গেলে যানবাহনগুলো পুনরায় পাটুরিয়া অভিমূখে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, ঘাটে কিছু যানবাহনের বাড়তি চাপ রয়েছে। যে কারণে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পার করা হচ্ছে এবং পরিবহনের চাপ কমে গেলে পণ্যবোঝাই ট্রাক পার করা হবে। ১৭টি ফেরি নৌপথে যানবাহন পারাপার করছে। তবে তিন নম্বর পন্টুনে খান জাহান আলী নামে রো রো ফেরির পাখায় জাল জড়িয়ে যাওয়ায় সাময়িকভাবে ওই ফেরি দিয়ে যানবাহন পারাপার বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।