ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ১৫ হাজার ইয়াবাসহ আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
যাত্রাবাড়ীতে ১৫ হাজার ইয়াবাসহ আটক ৪

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ চারজন মাদক বিক্রেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন- হারুন অর রশিদ (৫০), রুবেল খান (২৭), রেজাউল করিম (২৫) ও কাউছার হাওলাদার (২৪)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি মতিঝিল বিভাগের একটি টিম।

ডিবি মতিঝিল বিভাগের সহকারী কমিশনার (এসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান করে তাদের আটক করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম। আটকরা দীর্ঘদিন ধরে দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।