ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ‘অদ্ভুত’ আকৃতির শিশুর জন্ম, তিন ঘণ্টা পর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
রাজশাহীতে ‘অদ্ভুত’ আকৃতির শিশুর জন্ম, তিন ঘণ্টা পর মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে ‘অদ্ভুত’ আকৃতির এক শিশু জন্ম নেওয়ার তিন ঘণ্টা পর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরের লক্ষ্মীপুর এলাকায় থাকা বেসরকারি হাসপাতাল ‘কমফোর্ট’ ওই শিশুটি জন্ম নেয়।

পরে রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

কমফোর্ট হাসপাতালের ম্যানেজার নাসির উদ্দিন জানান, নবজাতক ওই শিশুটির দু’টি চোখ ছিল না। আর নাকটি দেখতে ছিল হাতির শুঁড়ের মতো। এতে ওই হাসপাতালের স্টাফদের মধ্যে শিশুটিকে নিয়ে ব্যাপক কৌতুহলের সৃষ্টি হয়।

ভূমিষ্ট হওয়ার পরে ওই শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর সেখানেই তার মৃত্যু হয়।

সিজারিয়ান পদ্ধতির মাধ্যমে ওই শিশুটিকে জন্ম দিয়েছিলেন একজন প্রসূতি। তবে অনুরোধের পরিপ্রেক্ষিতে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নাম-পরিচয় গোপন রাখেন। কমফোর্টে ওই প্রসূতির সিজারিয়ান অপারেশন করেন ডা. হামিদা পারভীন।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।