ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মাস্ক না পরায় সাতজনের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
মাস্ক না পরায় সাতজনের জরিমানা

ঢাকা: মাস্ক না পরে বাইরে বের হওয়ায় রাজধানীর মিরপুর এলাকায় সাতজনকে জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে র‌্যাব-৪ এর মিডিয়া কো-অর্ডিনেটর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ ঠেকাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। জনসচেতনতা বাড়াতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টা থেকে ৬টা পর্যন্ত মিরপুর সরকারি বাংলা কলেজের সামনের এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় মাস্ক না পরে বাইরে বের হওয়ায় সাতজনকে দুই হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২০০ দিনমজুর ও রিকশাচালকের মধ্যে মাস্ক বিতরণ করে তাদের সতর্ক করা হয়।
 
করোনাকালীন সময়ে জনসচেতনতা বাড়ানো ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনে র‌্যাব-৪ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।