ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মায় ধরা পড়লো ২৫ কেজির বাঘাইড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
পদ্মায় ধরা পড়লো ২৫ কেজির বাঘাইড় ধরা পড়া বাঘাইড় মাছটি। ছবি: বাংলানিউজ

রাজবাড়ী: রাজবাড়ীর গেয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জালে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ।

শুক্রবার (২০ নভেম্বর) ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকার স্থানীয় জেলে হযরত আলী মণ্ডলের জালে ধরা পড়ে মাছটি।

সকালে দৌলতদিয়া মাছ বাজারের রওশন মোল্লার মাছের আড়ৎ থেকে মাছটি ৯০০ টাকা কেজি দরে কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

জেলে ওয়াছেল বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১০টার দিকে কয়েকজন মিলে দৌলতদিয়ায় পদ্মা নদীর ৬ নম্বর ফেরিঘাট এলাকায় জাল ফেলি। এর কিছু সময় পরই জালে জোরে ধাক্কা অনুভব করি। সে সময় বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল উঠালে ২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে।

মাছটির ক্রেতা চান্দু মোল্লা বাংলানিউজকে বলেন, জেলে ওয়াছেলের কাছ থেকে ৯০০ টাকা কেজি দরে মাছটি ২২ হাজার ৫০০ টাকায় কিনে নিই। মোবাইলফোনে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার টাকা কেজিতে বিক্রি করা হয়েছে।

** ১১৩ কেজির বাঘাইড় ভাগ্য ফেরালো আসাদুলের

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।