ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বাঁশির সুরে নাচলো বিষধর গোখরা, দেখলেন জার্মান রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
বাঁশির সুরে নাচলো বিষধর গোখরা, দেখলেন জার্মান রাষ্ট্রদূত সাপ হাতে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ/ ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ সাপুড়ের কাছে গিয়ে উপভোগ করেছেন বিষধর গোখরা সাপের খেলা। এসময় তিনি একটি ছোট সাপ হাতে নিয়েও দেখছেন।

শুক্রবার (২০ নভেম্বর) টুইটারে এটা নিয়ে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, একজন সাপুড়ের বাঁশির সুরে বিষধর গোখরা সাপ নাচছে। আর সাপুড়ের পাশে বসে বসে সেই খেলা দেখছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোলজ। সে সময় জার্মান রাষ্ট্রদূতকে একটি ছোট সাপ হাতে নিতে দেখা যায়। তিনি সেই সাপটি ধরেছিলেন। ভিডিওতে দেখা যায় জার্মান রাষ্ট্রদূত সাপের খেলা উপভোগ করছেন।

ভিডিওর ক্যাপশনে জার্মান রাষ্ট্রদূত সাপুড়েকে নিয়ে লিখেছেন, ‘বেদে জনগোষ্ঠী। বাংলাদেশ জুড়ে ভ্রমণকালে। ’

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।