ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শিশুকে মাটিতে আছড়ে হত্যা করলো বাবা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
শিশুকে মাটিতে আছড়ে হত্যা করলো বাবা  নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে কান্না করায় ক্ষিপ্ত হয়ে মীম নামে ২৯ দিনের এক শিশুকে হত্যা করেছে তার বাবা কামাল হোসেন। শনিবার (২১ নভেম্বর) ভোরে উপজেলার পাড়াগাঁও বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির মা খাদিজা বেগম জানান, মেয়ে সন্তান জন্মের পর থেকেই স্বামী কামাল তাকে জ্বালাতন করতেন। ভোরে মীম তার কোলে কান্না করছিল এ সময় ক্ষিপ্ত হয়ে কামাল তাকে কোল থেকে নিয়ে মাটিতে আছড়ে হত্যা করে পালিয়ে যান।            

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আনিছুর রহমান জানান, মীম নামে ২৯ দিনের এক শিশুকে তার বাবা কামাল আছড়ে হত্যা করেছে, এমন খবর পেয়ে দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

তিনি আরও জানান, মেয়ে সন্তান হওয়ায় কামাল খুশি ছিল না। মেয়ে সন্তান জন্মের পর থেকে কামাল খাদিজাকে জ্বালাতন করতেন। ভোরে শিশু মীম কান্না করতে থাকলে কামাল ক্ষিপ্ত হয়ে তাকে মাটিতে আছড়ে হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন ও কামালকে গ্রেফতারের চেষ্টা চলছে।    

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।