ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের আত্মহত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
সিলেটে প্রেমিকার উপস্থিতিতে প্রেমিকের আত্মহত্যা! প্রতীকী ছবি

সিলেট: সিলেটে প্রেমিকার উপস্থিতিতে মিফতাহুর রহমান (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ ওঠেছে। মরদেহ উদ্ধারকালে প্রেমিকাকে আটক করেছে পুলিশ।

প্রেমিকার দাবি, ঝগড়ার জের ধরে মিফতাহুর রহমান আত্মহত্যা করেছেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে নগরের পাঠানটুলার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে মরদেহ উদ্ধার করে কোতোয়ালি পুলিশ।  

মৃত যুবক সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কদমতলী গ্রামের মতিউর রহমানের ছেলে।
 

মৃত যুবকের চাচা মুহিবুর রহমান বলেন, আমার ভাতিজার মরদেহ মেঝেতে দেখে ধারণা করি কেউ হয়তো মেরে ফেলেছে। তখন ঘটনাস্থলে থানা এক তরুণী জানায়, আমার ভাতিজার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে বিয়ে হয়েছিল কি-না সেটি আমরা বলতে পারবো না। মেয়েটির বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট থানা এলাকায়। তাকে জিজ্ঞাসাদের জন্য আটক করেছে পুলিশ।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিঞা বলেন, ঘটনাস্থলে থাকা ওই তরুণীকে আটক দেখিয়েছি। ওই তরুণী সম্প্রতি মায়ের সঙ্গে সিলেটে আসেন। তরুণীর মা তাকে রেখে চলে যায়। শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে দু’জন দুই রুমে চলে যায়। মেয়েটি একরুমে বসে ব্লেড দিয়ে হাত কাটছিল। অন্যদিকে ছেলেটি গলায় ফাঁস দেয় বলে জানিয়েছেন তরুণী। এরপর তরুণী দ্রুত এসে ছেলেটিকে নামিয়ে ফেলে। পুলিশ মরদেহ নামানো অবস্থায় পেয়েছে।  

আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তরুণীকে আসামি করে মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২০
এনইউ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।