ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
কিশোরগঞ্জে ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ২৮৩ পিস ইয়াবাসহ বাবুল মিয়া (৫৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২১ নভেম্বর) রাতে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান এ তথ্য জানান।

 

এর আগে, বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বাবুল মিয়া (৫৮) কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের শিবপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল এলাকায় অভিযান চালিয়ে বাবুলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২৮৩ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ২৩০ টাকাসহ একটি মোবাইল জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।