ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় সিগারেটের আগুনে স্বামীর মৃত্যু, স্ত্রী ও শিশু কন্যা দগ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
ফতুল্লায় সিগারেটের আগুনে স্বামীর মৃত্যু, স্ত্রী ও শিশু কন্যা দগ্ধ প্রতীকি ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সিগারেটের আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক রয়েছে স্ত্রী ও শিশু কন্যা।

শনিবার (২১ নভেম্বর) রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদার বাড়িতে রাত ৮টায় এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, দাপা ইদ্রাকপুর সরদার বাড়ির আনোয়ার হোসেনের ভাড়াবাসায় একটি রুমে দীপায়ন সরকার (৩৫) তার স্ত্রী পপি সরকার (৩০) ও শিশু কন্যা দিয়া রানী সরকার (০৫) বসবাস করতেন। এ পরিবারের দাবি, সিগারেটের আগুন তাৎক্ষনিক ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। এতে পরিবারের ৩ জনই দগ্ধ হয়। বাড়ির পাশ্বর্বতী লোকজন এগিয়ে এসে তাদের ৩ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দীপায়ন সরকার রাতে মারা যায়।

তিনি আরও জানান, পপি সরকার ও তার শিশু কন্যা দিয়া রানীর অবস্থাও আশঙ্কাজনক। এ বিষয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০১১৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।