ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

আরইউজে নির্বাচন পরিচালনায় কমিশন গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
আরইউজে নির্বাচন পরিচালনায় কমিশন গঠন

রাজশাহী: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা করতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় আরইউজের নির্বাহী কমিটির সভায় এ কমিশন গঠন করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার হলেন, খেলাঘরের সভাপতি ডা. এফএমএ জাহিদ। নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট আসলাম সরকার ও অ্যাডভোকেট নাসরিন আখতার মিতা। আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ ঠিক রেখে নির্বাচন কমিশন তফশিল ঘোষণা করবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আরইউজের সিনিয়র সদস্য জাবীদ অপু।

এছাড়া ভোটার তালিকা হালনাগাদ করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ ডিসেম্বরের মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধ করার অনুরোধ জানানো হয়েছে। ৫ ডিসেম্বরের পূর্বে চাঁদা পরিশোধে ব্যর্থ হলে ভোটার তালিকায় ওই সদস্যের নাম না রাখার সিদ্ধান্ত হয়।

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শরীফ সুমন, সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্মসাধারণ সম্পাদক সাইফুর রহমান রকি, কোষাধ্যক্ষ সরকার দুলাল মাহাবুব, সদস্য মিজানুর রহমান টুকু। বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন বিএফইউজের সহ-সভাপতি মামুন-অর-রশিদ ও সদস্য জাবীদ অপু।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।