ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের নিরাপত্তা ও ডিজিটালাইজ বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
সাংবাদিকদের নিরাপত্তা ও ডিজিটালাইজ বিষয়ক প্রশিক্ষণ সাংবাদিকদের নিরাপত্তা ও ডিজিটালাইজ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক

ব‌রিশাল: সাংবাদিকদের নিরাপত্তা ও ডিজিটালাইজ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেছেন বরিশাল জেলা প্রশাসক।

রোববার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নিউজ নেটওয়ার্ক ও ইন্টার নিউজের আয়োজনে নগরীর বিডিএস মিলনায়তনে দু’দিনব্যাপী ডিজিটালাইজ ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান।

সাংবাদিক সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউজ নেটওয়ার্ক এর কান্ট্রি ডিরেক্টর মইনউদ্দিন আহমেদ ও ইন্টার নিউজের সিইও শহিদুজ্জামান।

প্রশিক্ষণ পরিচালনা করেন এইচএম আলাউদ্দিন ও মো. নুরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ও মৌসুমী সাহা।

প্রশিক্ষণে বরিশালের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ৩০ জন সাংবাদিক অংশ নেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এমএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।