ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

৩১ হাতবোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
৩১ হাতবোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরও ৪

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে হাতবোমা উদ্ধারের ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের উত্তরা বিভাগ।

গ্রেফতার আসামিরা হলেন- মো. সোহরাব হোসেন (২১), মো. তৌহিদুল ইসলাম (২২), মো. সেলিম মিয়া (৩২) ও মো. উজ্জল মিয়া (২৪)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ম. ওয়ালিদ হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> নির্মাণাধীন ভবন থেকে ৩১ হাতবোমা উদ্ধার

তিনি জানান, গ্রেফতার ৪ আসামি বিস্ফোরক দ্রব্যাদি আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত ছিলেন। ঘটনার পর থেকে তারা পলাতক ছিলেন। এই ঘটনায় গ্রেফতার ও আগের দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে উত্তরা ও তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে, শুক্রবার (২০ নভেম্বর) উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২০
এসজেএ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।