ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষতিপূরণের দাবিতে তাজরিনের শ্রমিকদের অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ক্ষতিপূরণের দাবিতে তাজরিনের শ্রমিকদের অবস্থান কর্মসূচি ক্ষতিপূরণের দাবিতে তাজরিনের শ্রমিকদের অবস্থান কর্মসূচি। ছবি: রাজীন চৌধুরী

ঢাকা: শ্রম আইনের ক্ষতিপূরণের ধারার বদল সাপেক্ষে আহত শ্রমিকদের উপযুক্ত ক্ষতিপূরণ, সম্মানজনক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী সুচিকিৎসার দাবিতে আন্দোলন করছেন তাজরিন ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা।

সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এসব দাবিতে ৬৭ দিন ধরে অবস্থান করছেন তারা।

আন্দোলনরত শ্রমিকরা বলেন, ‘দেশের মধ্যে ১০ লাখ রোহিঙ্গা নাগরিকের স্থান হয়, তাদের খাবারের ব্যবস্থা হয়, অথচ স্বাধীন দেশের নাগরিক হয়েও মাতৃভূমিতে আমরা নিরুপায় হয়ে আছি। আজ ৬৭ দিন ধরে আমাদের যৌক্তিক দাবিতে অবস্থান করলেও কোনো সমাধান হচ্ছে না। আমাদের বেতন-ভাতা বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না, না খেয়ে থাকতে হচ্ছে আমাদের। আমাদের ন্যায্য পাওনার বিষয়ে কোনো আশ্বাসও পাইনি। এসময়ের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন, আমাদের সন্তানরা রাস্তায় পড়ে আছে। আমাদের দাবি শ্রম প্রতিমন্ত্রীর কাছে জানাতে চাই। সরকারের সিদ্ধান্ত শুনতে চাই। কী হবে আমাদের সেটা জানতে চাই। ’

বক্তারা বলেন, ‘দেশের প্রচলিত শ্রম আইনে ক্ষতিপূরণ দেওয়ার যে বিধান আছে, সেটি শ্রমিকবান্ধব নয় এবং সেখানে উল্লিখিত ক্ষতিপূরণের পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। ’

তাই বিদ্যমান শ্রম আইন সংশোধন করে যুগোপযোগী শ্রম আইন প্রণয়ন, উপযুক্ত ক্ষতিপূরণ, সম্মানজনক ও বাস্তবসম্মত পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার পাশাপাশি শ্রমিক হত্যাকারী গার্মেন্টস মালিকের দৃষ্টান্তমূলক শাস্তি ও সম্পদ বাজেয়াপ্তের দাবি জানান তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখে, শ্রমিকনেতা শহীদুল ইসলাম সবুজ, শামিম ইসলাম শবনম, হাফিজ আমেনা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এমএমআই/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।