ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১৪ বছরের সাজা মাথায় নিয়ে ২২ বছর আত্মগোপনে ছিলেন নুরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
১৪ বছরের সাজা মাথায় নিয়ে ২২ বছর আত্মগোপনে ছিলেন নুরুল গ্রেফতার নুরুল ইসলাম

সিরাজগঞ্জ: টানা ২২ বছর ধরে পালিয়ে বেড়ানো দু’টি ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামি নুরুল ইসলামকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ।  

সোমবার (২৩ নভেম্বর) ভোরে বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

নুরুল সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার এনায়েতপুর গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ কুমার দত্ত বাংলানিউজ জানান, আসামি নুরুল ইসলামকে ডাকাতির দুই মামলায় সাত বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনি ১৯৯৮ সাল থেকে বিভিন্ন স্থানে নাম-পরিচয় গোপন করে পালিয়ে বেড়াচ্ছিলেন। সম্প্রতি তিনি শেরপুর উপজেলার শেরুয়া বটতলা গ্রামে নজরুল ইসলাম নাম নিয়ে বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।