ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় মাস্ক না পরায় ১৮ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
ভোলায় মাস্ক না পরায় ১৮ জনের জরিমানা ভোলায় মাস্ক না পড়ায় ১৮ জনের জরিমানা। ছবি: বাংলানিউজ

ভোলা: ভোলায় মাস্ক না পরায় ১৮ জনকে আটকের পর তাদের কাছ থেকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ নভেম্বর) জেলা সদর, দৌলতখান ও লালমোহন উপজেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

সুত্র জানায়, করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের নির্দেশে মাস্ক ব্যবহার না করায় ভোলা সদরে তিন জনকে ১৫০০ টাকা, দৌলতখানে ছয় জনকে তিন হাজার ২০০ টাকা এবং লালমোহন উপজেলায় নয় জনকে সাত হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, করোনা সংত্রমনরোধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে ৩০ জনকে কারাদণ্ড এবং  অর্ধ শতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।