ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
অবৈধ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে জরিমানা

সাভার (ঢাকা): সাভারের অবৈধ ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসিকে লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৪) এর ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৩ নভেম্বর) বিকেলে সাভারের রেডিও কলোনির দিদার ফার্মেসি ও হারুন ফার্মেসিকে এ জরিমানা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

 

র‌্যাব-৪ সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফার্মেসি দু’টিতে অভিযান চালানো হয়। এসময় অবৈধ ওষুধ বিক্রির দিদার ফার্মেসি ৭৫ হাজার টাকা ও হারুন ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুই ফার্মেসির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।  

এ বিষয়ে র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর এ এইচ এম আদনান তফাদার বাংলানিউজকে বলেন, এ দুই ফার্মেসি অবৈধ ওষুধ বিক্রি করে আসছিল। খবর পেয়ে এ অভিযান চালানো হয।  

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।