ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

স্ত্রী-সন্তান মাসহ গোল্ডেন মনিরের ব্যাংক হিসাব তলব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
স্ত্রী-সন্তান মাসহ গোল্ডেন মনিরের ব্যাংক হিসাব তলব

ঢাকা: রাজধানীর মেরুল বাড্ডার গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরসহ তার স্ত্রী, সন্তান ও মায়ের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (২৩ নভেম্বর) সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে।

এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে বিধি অনুযায়ী সেই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব করা হয়। এই কার্যক্রমের ধারাবাহিকতায় এবার মনির ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

মনির হোসেন ছাড়াও তার স্ত্রী রওশন মনির, ছেলে রাফি হোসেন ও মা আয়েশা বেগমের ব্যাংক হিসাব তলব করতে ব্যাংকগুলোতে চিঠি পাঠিয়েছে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স ইউনিট।  

চিঠিতে প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর উল্লেখ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২০
এসই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।