ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় আকিজ বোর্ড বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
ঢাকায় আকিজ বোর্ড বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ঢাকায় আকিজ বোর্ড বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

ঢাকা: দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমন্ত্রিত আকিজ বোর্ডের সম্মানিত চ্যানেল পার্টনারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো আকিজ বোর্ড বিজনেস কনফারেন্স ২০২০।

গত শনিবার (২১ নভেম্বর) র‌্যাডিসন ব্লু  ঢাকা ওয়াটার গার্ডেনে এ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আকিজ বোর্ডের চ্যানেল পার্টনারদের নিরলস সহযোগিতার প্রতি ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এবং তাদের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক গড়ে তুলতে এ কনফারেন্সের আয়োজন করা হয়। এছাড়া, ওই সম্মেলনে আকিজ বোর্ডের বর্তমান অবস্থা, নতুন ব্যবসায়িক নীতিমালা ও লক্ষ্য, তাদের নতুন সুবিশাল পণ্যসম্ভার ও গুণাগুণ সম্পর্কেও আলোচনা করা হয়।

আকিজ বোর্ডের চ্যানেল পার্টনারদের সঙ্গে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সেখ বশির উদ্দিন এবং ডিরেক্টর ও সেলস অ্যান্ড মার্কেটিং মোহাম্মদ খোরশেদ আলম। সেই সঙ্গে উপস্থিত ছিলেন আকিজ বোর্ডের সেলস ও মার্কেটিং টিম এবং অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।