ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রতিবন্ধী কন্যাশিশু উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রতিবন্ধী কন্যাশিশু উদ্ধার উদ্ধার হওয়া প্রতিবন্ধী কন্যাশিশু। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্ম থেকে প্রতিবন্ধী একটি কন্যাশিশুকে উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। পুলিশ ধারণা করছে, মেয়েটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ মাস হবে।

তবে, শারীরিকভাবে মেয়েটি প্রতিবন্ধী, তার দুইটি পা খুবই চিকন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব-উল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২৩ নভেম্বর) দিনগত রাতে কমলাপুর রেলস্টেশনের ভেতরে সাত নম্বর প্ল্যাটফর্ম ২০ নম্বর পিলার সঙ্গে এই শিশুটিকে পাওয়া যায়। পাশেই শিশুটির কিছু কাপড়-চোপড় পাওয়া যায় একটি ব্যাগে।

শিশুটি শারীরিক প্রতিবন্ধী তার পা দুটি চিকন। ধারণা করা হচ্ছে, সে প্রতিবন্ধী থাকায় তাকে কেউ ফেলে গেছে। তার পরিচয় জানা যায়নি। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য বিষয়ে আমরা মনিটরিং করছি। শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানকার চিকিৎসকরা যদি সিদ্ধান্ত নেয় পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে।

প্রতিবন্দ্বী মেয়েটিকে উদ্ধারের পরপরই রেলওয়ে থানার নারী কনস্টেবলের তত্ত্বাবধানে ছিল। সেখানেই তাকে খাওয়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।