ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘তাজরীনে নিহত শ্রমিকদের পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
‘তাজরীনে নিহত শ্রমিকদের পরিবারের পাশে কেউ দাঁড়ায়নি’

ঢাকা: ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত তাজরীন গার্মেন্টেসের শ্রমিকদের অসহায় পরিবারের পাশে দাঁড়াতে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেছেন জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৯টায় আশুলিয়া নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ৮ম বার্ষিকীতে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে জুরাইন কবরস্থানে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বাহারানে সুলতান বাহার বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছিলেন ১১৩ জন শ্রমিক-কর্মচারী এবং আহত হয়েছিলেন প্রায় দুই শতাধিক শ্রমিক। দুর্ঘটনার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন মহল থেকে হাজারো আশ্বাস দিলেও নিহত-আহত শ্রমিকদের অসহায় পরিবারের পাশে সেভাবে কাউকে দাঁড়াতে দেখা যায়নি। তাজরীন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকরা দুই মাসের বেশি সময় ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন করলেও তাদের দাবি-দাওয়া নিয়ে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি।

তিনি বলেন, অবিলম্বে তাজরীন গার্মেন্টেসের মালিক দেলোয়ার হোসেনসহ দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি নিহত শ্রমিকদের পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ ও আহত শ্রমিকদের দীর্ঘমেয়াদী চিকিৎসাসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোস্তফা, গাজী মো. নূরে আলম, মো. শামীম, মাকসুদুর রহমান, লাভলী আক্তার, মো. বাচ্চু ও আনিসুর রহমান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
ইএআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।