ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সক্ষমতা বাড়াতে কর্মশালা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সক্ষমতা বাড়াতে কর্মশালা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সক্ষমতা বাড়াতে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় কাপেং ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সক্ষমতা বাড়াতে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) শ্রীমঙ্গলের ব্র্যাক লার্নিং সেন্টারের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

হেলেনা তালাং হিরামনের সঞ্চালনায় কাপেং ফাউন্ডেশনের ব্যবস্থাপক হিরন মিত্র চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি পংকজ এ কন্দ, পাত্র সম্প্রদায় কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক গৌরাঙ্গ পাত্র, কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপেং এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর খোকন সুইটেন মুরমু। প্রশিক্ষণ কর্মশালাটি সোমবার (২৭ নভেম্বর) বিকেলে শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
বিবিবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।