ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
মুকসুদপুরে সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন সুমন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ: ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিএসসি ইঞ্জিনিয়ার শেষ বর্ষের ছাত্র সুমন খান হত্যা মামলার প্রধান আসামি হুমায়ুন কবীর বিল্লাল খানকে গ্রেফতার ও মামলাটি দ্রুত বিচার আইনের হস্তান্তরের দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চণ্ডিবর্দি বাসস্ট্যান্ড মোড়ে এ কর্মসূচি পালন করে এলাকাবাসী।

 

খুনিদের গ্রেফতারের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে হাতে হাত ধরে এ মানববন্ধন পালন করা হয়।
 
এ সময় নিহতের বোন শিলা বেগম, ভাই রুহুল আমিন খান রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
 
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া বাংলানিউজকে জানান, এই ঘটনায় কয়েকজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।  

প্রসঙ্গত, জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ৩০ অক্টোবর হুমায়ুন কবীর খান বিল্লালের নেতৃত্বে একদল দুর্বৃত্ত গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামের আলী খানের ছেলে সুমন খানকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনার পর সুমনের বড় ভাই রুহুল আমিন খান রিপন বাদী হয়ে হুমায়ুন কবীর খান বিল্লালসহ ১৬ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু, মামলার প্রধান আসামিকে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।  

** মুকসুদপুরে সুমন হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবি

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।