ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
চীন বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকা: চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের উদ্যোগে কোডিড-১৯ আক্রান্তদের জন্য রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কর্মসূচি সম্পন্ন হয়।

সাধারণ সময়ে দেশের বিভিন্ন স্থানে রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হলেও কোভিডের কারণে তা প্রায় বন্ধ। কার্যক্রমকে নতুন করে গতি দেওয়া এবং নবীন-প্রবীন রক্তদাতাদেরকে উদ্বুদ্ধ করার উদ্দেশ্যে চীন-বাংলাদেশ এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীন-বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার লিমিটেডের (সিবিএফসিএল) সিনিয়র সহ সভাপতি মি. গুয় পেই লিন পিটার। বক্তব্য রাখেন সিবিএফসিএলের ডিরেক্টর ও রোটারী ইন্টারন্যাশনাল বাংলাদেশের লেফটেন্যান্ট গভর্নর আবুল খায়ের চৌধুরী, উপদেষ্টা হান্নান খান, আবদুর রাজ্জাক, প্রোগ্রাম চেয়ার শরিফুল ইসলাম, মশিউর ভূইয়া প্রমূখ।

কর্মসূচিতে সংগ্রহ করা রক্ত মানবতার সেবায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে দান করে দেয়া হবে বলে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।