ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন দিলো স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
কেরোসিন ঢেলে স্ত্রীর গায়ে আগুন দিলো স্বামী প্রতীকী ছবি

যশোর: যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে স্ত্রী হিরা বেগমের (৩৩) গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে স্বামী বিল্লাল সরদার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার চাকই-মরিচা গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধ হিরাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বামী বিল্লাল পালিয়ে গেছেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন হিরা বলেন, ‘বৃহস্পতিবার সংসারের তুচ্ছ একটি ঘটনায় স্বামীর সঙ্গে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামী উত্তেজিত হয়ে ঘরের মধ্যে থাকা কেরোসিন আমার গায়ে ঢেলে আগুন ধরিয়ে ঘর থেকে বেরিয়ে যান। দগ্ধ অবস্থায় ঘরের বাইরে বেরিয়ে আসলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খুব যন্ত্রণা হচ্ছে বলে আমি কাঁদতে শুরু করি এবং আমার মায়ের সঙ্গে কথা বলি। ’

হিরার মা মজিদা বেগম বলেন, ‘চাকই গরুহাটখোলা সংলগ্ন আক্কাচ আলী সরদারের ছেলে বিল্লাল সরদারের সঙ্গে আমার মেয়ে হিরার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিল্লাল আমার মেয়ের ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে। মেয়েকে কেরোসিন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আমি বিল্লালের শাস্তি দাবি করছি। ’

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. টুম্পা কুন্ডু বাংলানিউজকে বলেন, ‘আগুনে দগ্ধ হিরা বেগমের বুক, পিঠ ও দুই হাতের সিংহভাগ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। রোগীর অবস্থা আশঙ্কাজনক। ’

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল বাংলানিউজকে বলেন, ‘আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় কোনো অভিযোগ হয়নি। আপনাদের মাধ্যমে ঘটনা জানতে পারলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
ইউজি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।