ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
বড়লেখায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ভেজালবিরোধী অভিযান। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রিসহ বিভিন্ন অপরাধে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর)  উপজেলার চৌমুহনা, পাখিয়ালা বাজার, মৌলভীবাজার রোডসহ  বিভিন্ন জায়গায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

নেতৃত্ব দেন অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন। এ সময় সহযোগিতায় ছিলেনৈ বড়লেখা থানার পুলিশ সদস্যরা।  

সহকারী পরিচালক মো. আল-আমিন বাংলানিউজকে জানান, অভিযানে বড়লেখার চৌমুহনাতে মেসার্স রিয়াজ ফার্মেসিকে সাড়ে তিন হাজার, পাখিয়ালা বাজারের শ্রীবাস স্টোরকে দুই হাজার, সিরাজ অ্যান্ড সন্সকে আড়াই হাজারসহ মোট আট হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।  

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ বিক্রয় করা, মূল্য তালিকা না রাখা, নিষিদ্ধ ঘোষিত খাদ্যপণ্য বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে এই তিন প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২০
বিবিবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।