ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

করোনায় ভারত-বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
করোনায় ভারত-বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত

ঢাকা: করোনার জন্য আগামী ২৯ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, করোনার কারণে ভারতের প্রতিনিধী দল আসছেন না। ফলে নির্ধারিত সময়ে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে ১৬ ডিসেম্বর বা ১৭ ডিসেম্বর ভার্চুয়াল বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে। এর আগে প্রস্তুতি হিসেবে আগামী ২৯ নভেম্বর ভারতের স্বরাষ্ট্র সচিব ও বাংলাদেশের স্বরাষ্ট্র সচিবে সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘন্টা, নভেম্বর ২৭, ২০২০
জিসিজি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।