ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজারে দুই হাজার ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
কক্সবাজারে দুই হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার: কক্সবাজার শহরের কলাতলী সৈকতপাড়া থেকে দুই হাজার ইয়াবাসহ দু’জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল।

এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাতে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- বান্দরবানের আলীকমদের তিন নম্বর ওয়ার্ডের পূর্ব পালংপাড়ার মৃত শফিক আহাম্মদের ছেলে নুর মোহাম্মদ (৩৬) ও মহেশখালী হোয়ানকের পদ্মপুকুরপাড়ার গুরা মিয়ার ছেলে ওমর সুলতান (২৭)।

কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল জানান, হোটেল-মোটেল জোনে দু’জন ইয়াবা পাচারের উদ্দেশ্যে অপেক্ষা করছে, এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় সৈকত পাড়াস্থ বিচপ্লাজা নামে একটি আবাসিক হোটেলের সামনে থেকে দুই হাজার ইয়াবাসহ তাদের আটক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক চাঁন মিয়া বাদী হয়ে আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।