ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরায় আনসার আল ইসলামের সদস্য আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
উত্তরায় আনসার আল ইসলামের সদস্য আটক প্রতীকী

ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে সাব্বির আহম্মেদ (৩৪) নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার (২৭ নভেম্বর) তাকে আটকের বিষয়টি জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন।

তিনি জানান, আটকের সময় তার কাছ থেকে কয়েকটি উগ্রবাদী বই, ল্যাপটপ, মোবাইল ও অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট জব্দ করা হয়েছে।

আটক সাব্বির আনসার আল ইসলামের ঢাকার দাওয়া বিভাগের সমন্বয়ক। তিনি সংগঠনের অর্থায়নসহ ফেসবুক পেজের মাধ্যমে উগ্রবাদী মতাদর্শ প্রচারণা ও সদস্য সংগ্রহের কাজ করতেন। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
পিএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।