ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অস্ত্র-বিস্ফোরকসহ ২ জঙ্গি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
বগুড়ায় অস্ত্র-বিস্ফোরকসহ ২ জঙ্গি আটক

বগুড়া: বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াহ বিভাগের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনগত রাত ১২টার পর বগুড়া সদর উপজেলার বাঘোপাড়া উত্তরপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুমিল্লার বি-পাড়া উপজেলার সিদলাই উত্তরপাড়া গ্রামের হাকিম সরকার ওরফে জজ মিয়ার ছেলে ইকবাল হোসেন সরকার (৪০) ও একই জেলার দেবিদ্বার উপজেলার ভৈষরকুট গ্রামের শহিদুর রহমানের ছেলে জায়েদুর রহমান ওরফে আব্দুল্লাহ (৩৮)।

পুলিশ সূত্রে জানা যায়, আটক দুই জঙ্গি সদস্য তাদের সংগঠনের দাওয়াতি কার্যক্রম ও অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন জেলা সফরের অংশ হিসেবে বগুড়ায় আসেন। রাত্রি যাপনের জন্য তারা বাঘোপাড়া উত্তরপাড়া জামে মসজিদের দক্ষিণ পাশ এলাকায় গেলে পুলিশের কাছে সংবাদ আসে। এরপর গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে পৌঁছে মসজিদ ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি, ৪৭৫ গ্রাম বোমা তৈরির বিস্ফোরক, একটি চাপাতি, ২৫টি জঙ্গি বই ও ৫০টি লিফলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জন জানান, তারা গত পাঁচ বছর ধরে জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের দাওয়াহ বিভাগের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরইমধ্যে তারা দেশের ১৪টি জেলা সফর করেছেন। তারা সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করছিলেন।

জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল আহম্মেদ বাংলানিউজকে জানান, আটক জঙ্গিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হবে। তাদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র, বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।