ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুঘটনায় মোটরসাইকেলের দুই অরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
মাগুরায় সড়ক দুঘটনায় মোটরসাইকেলের দুই অরোহী নিহত প্রতীকী ছবি

মাগুরা: মাগুরার সীতারামপুর ঢাল এলাকায় সড়ক দুর্ঘটনায় সোহাগ হোসেন (৩০) ও তাহারুল ইসলাম (২০) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহাগ হোসেন জাগলা গ্রামের সাহাদত হোসেনের ছেলে ও তাহারুল ইসলাম ঘোড়ামারা গ্রামের মোস্তফা ইসলামের ছেলে।

নিহত সোহাগের মামা আকিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকালে মোটরসাইকেলে করে সোহাগসহ তিনজন বড়খড়ী আত্মীয় বাড়ি থেকে মাগুরায় ফিরছিলেন। পথে সীমারামপুর ঢালে পৌঁছালে সামনে থাকা একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে মিনি ট্রাকের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে পড়ে যান তিন আরোহী। এতে ঘটনাস্থলেই তাহারুল ইসলাম মারা যায়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোহাগ হোসেনও মারা যায়। আহত ইমরানকে চিকিৎসা দেওয়া হয়েছে।  

তিনি আরো বলেন, নিহত সোহাগ হোসেন কিছু দিন আগে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন।  

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ আমিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মিনি ট্রাক ও মোটরসাইকেল আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।