ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে পারিবারিক মিলনমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে পারিবারিক মিলনমেলা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৭ নভেম্বর) দিনব্যাপী এ মিলনমেলায় বকশীগঞ্জের কামালপুরের লাউচাপড়া বিনোদন কেন্দ্র ছিল উৎসব মুখর।

সকাল থেকে অতিথিদের পদচারণায় মুখর হয়ে উঠে লাউচাপড়া বিনোদন কেন্দ্রটি।

এ অনুষ্ঠানে যোগ দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, বকশীগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি উজায়ের আদনান, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহাবুব খান, স্ট্যান্ডার্ড ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক আক্তার হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংক বকশীগঞ্জ শাখার ব্যবস্থাপক একরামিন খান বাবুসহ অনেকে।

মধ্যাহ্নভোজ শেষে সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হাড়িভাঙ্গা, বালিশ খেলা ও শিশুদের চকলেট কুড়ানো প্রতিযোগিতা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসব প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পারিবারিক মিলনমেলায় সাংবাদিকরা স্ত্রী-সন্তানদের নিয়ে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।