ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ধর্ষণের অভিযোগে মুজিবনগরে গৃহবধূর মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
ধর্ষণের অভিযোগে মুজিবনগরে গৃহবধূর মামলা

মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগরে ধর্ষণের অভিযোগে এক নারী মামলা দায়ের করেছেন।

২৭ নভেম্বর দিবাগত রাতে ভুক্তভোগী ঐ গৃহবধূ বাদি হয়ে মুজিবনগর থানায় রফিক ঘানিসহ অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

 

গত ২৬ নভেম্বর সন্ধ্যায় মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামের একটি মাঠে এ ধর্ষণের ঘটনাটি ঘটে।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।  

থানার এজাহার সূত্রে জানা গেছে, ২৬ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঐ গৃহবধূকে কেদারগঞ্জ বাজারের এক ব্যক্তি ডাকছে বলে অজ্ঞাত এক ব্যক্তি তাকে বাসা থেকে বের হতে বলে। ওই গৃহবধূ বাড়ি থেকে বের হয় মুজিবনগর-মেহেরপুর সড়কের গৌরীনগর খেলার মাঠের কাছে আসলে মোটর সাইকেলে করে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে বাগোয়ান রতনপুর সড়কের মাঠের পাশে বাঁশ বাগানে নিয়ে ২/৩ জন আসামির সহায়তায় ১নং আসাামি জোরপূর্বক ধর্ষণ করে। পরে তাকে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।

মুজিবনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, আমরা মামলা হাতে পাওয়ার পর ভিক্টিমের মেডিকেল পরীক্ষা করিয়েছি। এরপর ডিএনএ পরীক্ষা করা হবে সকল রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।