ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
ট্রাকের ধাক্কায়  প্রাণ গেলো যুবকের

রাজশাহী: রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোহম্মদ আলী (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।  শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উজালখলসী-তাহেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত মোহম্মদ আলী উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী জানান, মোটরসাইকেল চালিয়ে মোহম্মদ আলী সকালে উপজেলার আলীপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে উজালখলসী-তাহেরপুর সড়কে একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে যান মোহাম্মদ আলী। এতে মাথা থেকে রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ওসি হাসমত আলী আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসএস/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।