ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
গাইবান্ধায় পিকআপ ভ্যানের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

গাইবান্ধা: গাইবান্ধা সদরে পিকআপ ভ্যানের ধাক্কায় আনোয়ার হোসেন (৬০) নামে ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী ও শিশুসহ ইজিবাইকের অপর ৬ যাত্রী।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে তুলসীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন গাইবান্ধা সদরের বউলার পাড়া গ্রামের মৃত আকালু শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে পলাশবাড়ী থেকে যাত্রীবাহী একটি ইজিবাইক গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে তুলসীঘাট বুড়িরঘর এলাকায় বিপরীতমুখী একটি পিকআপ ভ্যান ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আনোয়ার হোসেন মারা যান। আহত হন ইজিবাইক চালকসহ ছয়জন। এদের মধ্যে দুই নারী ও দুই শিশু রয়েছে।

গাইবান্ধার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাফায়েত হোসেন বাংলানিউজকে জানান, আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ইজিবাইক চালক ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।