ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশ পরিচয়ে মোটরসাইকেল আত্মসাৎ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
পুলিশ পরিচয়ে মোটরসাইকেল আত্মসাৎ, আটক ২ পুলিশ পরিচয়ে মোটরসাইকেল আত্মসাতের মামলায় আটক ২

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় পুলিশ পরিচয়ে মোটরসাইকেল ও টাকা আত্মসাতের মামলায় কামরুল আহসান শাহিন (২৩) ও আনোয়ার হোসেন রনি (২৩) নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো. মেজবাহ উদ্দিন আহমেদ জানান, শুক্রবার (২৮ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে ছাগলনাইয়া পৌর শহরের শহীদ মিনার সিও অফিস মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটক কামরুল আহসান শাহিন ছাগলনাইয়া পৌরসভার মধ্যম মটুয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে, আনোয়ার হোসেন রনি একই গ্রামের রুহুল আমিনের ছেলে।

পুলিশ জানায়, চট্টগ্রামেন ভূজপুরের মো. হাসান নামের একজনের সঙ্গে আসামি কামরুল আহসান শাহিনের আগে থেকে পরিচয় ছিল। ওই পরিচয়ের সুবাদে আসামি শাহিন তাকে গাড়ি বিক্রি করে দেবে বলে ছাগলনাইয়া আনে এবং আনোয়ার হোসেন রনিসহ আরও দু’জন আসামি পুলিশ সেজে মোটর সাইকেলসহ নগদ ৩০ হাজর টাকাসহ আত্মসাৎ করে।

এ বিষয়ে হাসানের লিখিত এজাহারের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসএইচডি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।