ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সহায়তা দেবে চীন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সহায়তা দেবে চীন

ঢাকা: বাংলাদেশে করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সহায়তা দেবে চীন। এ লক্ষ্যে করোনা প্রতিরোধ সুরক্ষাসামগ্রী বাংলাদেশকে উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকার চীনা দূতাবাস এ ঘোষণা দিয়েছে।

চীনা দূতাবাস এক বার্তায় জানিয়েছে, বাংলাদেশে সম্ভাব্য করোনা মহামারির দ্বিতীয় ঢেউ মোকাবিলায় চীন ব্যাপক কর্মতৎপরতা শুরু করেছে। সে লক্ষ্যে চীনের ইউনান প্রদেশ থেকে শিগগিরই উচ্চ প্রবাহের ছয়টি হিউমিডিফায়ার ঢাকায় এসে পৌঁছাবে। এছাড়া খুব শিগগিরই বাংলাদেশকে বিপুল সংখ্যক সার্জিক্যাল মাস্ক দেবে চীন।

করোনা মহামারি শুরুর পর থেকেই চীন বাংলাদেশকে সুরক্ষাসামগ্রী উপহার দিয়ে আসছে। বেশ কয়েক দফায় চীন সার্জিক্যাল মাস্ক, টেস্ট কিট, পিপিই, ইনফ্রারেড থার্মোমিটার ইত্যাদি উপহার দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।