ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

করোনা সচেতনতায় নওগাঁয় মাস্ক-লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
করোনা সচেতনতায় নওগাঁয় মাস্ক-লিফলেট বিতরণ করোনা সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণ। ছবি: বাংলানিউজ

নওগাঁ: করোনা সংক্রমণ রোধে ও সচেতনাতা সৃষ্টির লক্ষ্যে নওগাঁ শহরে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।  

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের চুরিপট্টি এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম চালায় নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

নেতৃত্ব দেন নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল।

এ সময় শহরের দোকানে দোকানে গিয়ে যাদের মাস্ক নেই, তাদের মাস্ক দেওয়া হয়। এবং দোকান মালিক, কর্মচারী ও ক্রেতাদের মাস্ক পড়ে দোকানে আসার আহ্বান জানানো হয়। পাশাপাশি সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।  

এ কাজে আরও উপস্থিত ছিলেন চেম্বারের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, আব্দুল খালেক প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।