ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পাবনা চিনিকলকে বাঁচাতে শ্রমিকদের ৫ দফা দাবি

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
পাবনা চিনিকলকে বাঁচাতে শ্রমিকদের ৫ দফা দাবি ছবি: বাংলানিউজ

পাবনা (ঈশ্বরদী): ‘শিল্প বাঁচাও, দেশ বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে পাবনার একমাত্র কৃষিভিত্তিক ভারী শিল্প প্রতিষ্ঠান পাবনা চিনিকলকে বাঁচাতে পাঁচ দফা দাবিতে ঈশ্বরদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে ঈশ্বরদী শহরের জেলা ডাক বাংলোর সামনে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষি ফেডারেশনের ডাকে কর্মসূচি পালন করে পাবনা সুগার মিলস ওয়াকার্স ইউনিয়ন এবং আখচাষি কল্যাণ সমিতি।

বাংলাদশ চিনিকল আখচাষি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাদশার সভাপতিত্বে ও পাবনা সুগার মিলস ওয়াকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জ্বলের সঞ্চালনে বক্তব্যে রাখেন- উত্তরবঙ্গের শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশীদূল্লাহ, আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনসার আলী ডিলু ফকীর, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মুস্তফা চান্না মণ্ডল, জাতীয় শ্রমিকলীগ ঈশ্বরদী আঞ্চলিক শাখার সভাপতি জাহাঙ্গীর আলম, কৃষকলীগ ঈশ্বরদী শাখার আহ্বায়ক ফজলুর হক মালিথা, পাবনা সুগার মিল ওয়াকার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহিন প্রমুখ।

এছাড়াও বক্তব্যে রাখেন রেলওয়ে শ্রমিকলীগ ঈশ্বরদী শাখার সভাপতি রফিকুল হাসান স্বপন, সম্পাদক আসলাম উদ্দিন খান মিলন, রেলওয়ে শ্রমিকলীগ পাকশী শাখার সভাপতি ইকবাল হায়দার, সম্পাদক নজরুল ইসলাম, সলিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, সাহাপুর ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনহাজ ফকির, কৃষকনেতা মুরাদ আলী মালিথা, কবির আলী হিরু প্রমুখ।  

মানববন্ধনে রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের নেতারাসহ পাবনা সুগার মিলের শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধন ও সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপির ঈশ্বরদী শহরের কলেজ রোডে বাসভবনের সামনে গিয়ে আবার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেন পাবনা সুগার মিলের শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন। দ্রুত দাবি বাস্তবায়ন না করা হলে রাজপথ অবরোধসহ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।