ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে অনলাইনে জুয়া খেলায় ৩জন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
ময়মনসিংহে অনলাইনে জুয়া খেলায় ৩জন আটক

ময়মনসিংহ:  ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকা থেকে অনলাইনভিত্তিক ওয়েবসাইট ‘বেট-৩৬৫’-এ জুয়া খেলার দায়ে ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ।

শনিবার (২৮ নভেম্বর ) সন্ধ্যা ৭টার দিকে নগরীর জামতলা মোড় এলাকায় অনলাইনে জুয়া খেলার সময় তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সজিব মিয়া (২৫), মাহফুজ (৩৭), ও মাহবুব করিম বাবু (৩৫)। তারা তিনজনই জামতলা এলাকার বাসিন্দা।
 
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ময়মনসিংহ পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযান পরিচালনাকালে জেলা গোয়েন্দা পুলিশ  ময়মনসিংহ নগরীর জামতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে অনলাইনে জুয়া খেলা অবস্থায় ৩ জুয়াড়িকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২ লাখ ১১ হাজার টাকা এবং অনলাইনে জুয়া খেলায় ব্যবহৃত ০৯ টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তারা দীর্ঘদিন যাবত অনলাইনে জুয়া খেলে আসছিল।


বাংলাদেশ সময়: ০৫২৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এসএমএকে/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।