ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

কামারখন্দে পুকুর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
কামারখন্দে পুকুর থেকে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার এ পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়, ছবি: বাংলানিউজ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পুকুর থেকে রহিমা বেগম (৮০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার মৎস্য অফিসারের কার্যালয়ের পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

রহিমা উপজেলার জামতৈল ইউনিয়নের চর টেংরাইল গ্রামের মৃত হবিবর আকন্দের স্ত্রী। গত প্রায় ১০/১৫ দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি।  

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, রহিমা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে তার স্বজনরা জানিয়েছেন। তিনি ১০/১৫ দিন ধরেই নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন অনেক খুঁজেও তার সন্ধান না পাওয়ায় শনিবার (২৮ নভেম্বর) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মৎস্য কার্যালয়ের পেছনের পুকুরে তার অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে  পাঠায়।  

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।